অবতক খবর, কলকাতা : প্ৰতিবছরের মতো এবছরও আন্তর্জাতিক কলকাতা বইমেলায় দমকল বিভাগের স্টল দেওয়া হয়েছে।বুধবার দমকল বিভাগের স্টলের উদ্বোধন করলেন দমকল মন্ত্রী সুজিত বসু।
৪৪ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার ৪ নম্বর গেটের পাশে দমকল বিভাগের স্টলটির উদ্বোধন করা হয়। উদ্বোধনের পাশাপাশি আগুন লাগলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয় তা দমকলকর্মীরা ডেমোস্ট্রেশন করে দেখালেন।
দমকল মন্ত্রী সুজিত বসু জানান, চলতি বছরেই চারটি রোবট আসছে। আগুন নেভানোর কাজে ইতিমধ্যেই রোবটের বিষয় টেন্ডার করে দেওয়া হয়েছে। আগুন লাগলে দমকলকর্মীরা অনেক সময় পৌঁছাতে পারেনা, সেইসব জায়গায় রোবট আগুন নেভানোর কাজ করবে।