অবতক খবর,৩০ অক্টোবর: আগুনে পুড়ে ছাই হলো দুটি বাড়ি ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে, ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের সুস্থির হাট সংলগ্ন প্রধান পাড়া এলাকার ঘটনা, জানা গেছে বাড়ির লোকজন খাওয়া-দাওয়ার পর ঘুমিয়ে পড়ে হঠাৎ দেখতে পায় দাউদাউ করে জ্বলছে ঘরে আগুন এরপর চিৎকার চেঁচামেচি করে ঘর থেকে বের হয়ে, চিৎকার শুনে স্থানীয় মানুষজন ছুটে আসে দেখতে পায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ।এরপর আগুন নেভানোর জন্য হাত লাগান।
ঘটনাস্থল থেকেই খবর দেন ময়নাগুড়ি দমকল কেন্দ্রে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।তবে কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা এখন অব্দি পরিষ্কার নয়।