অবতক খবর,১১ জানুয়ারি: আগুনের গ্রাসে শিয়ালদহ স্টেশনের কাছে ‘ফুড কোর্ট’। শনিবার বিকেলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্যস্ত স্টেশন চত্বরে। হতাহতের এখনও খবর মেলেনি। তবে প্রচুর আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।আগুনের গ্রাসে শিয়ালদহ স্টেশনের কাছে ‘ফুড কোর্ট’। শনিবার বিকেলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্যস্ত স্টেশন চত্বরে। হতাহতের এখনও খবর মেলেনি। তবে প্রচুর আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

স্থানীয় সূত্রের খবর, শনিবার বিকেল ৪টে নাগাদ শিয়ালদহ স্টেশনের দক্ষিণ দিকে থাকা ‘ফুড কোর্ট’-এ আগুন লাগে। কিছু ক্ষণের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় পুরো দোকানটি। আশপাশের মানুষজন ছুটে আসেন। চেষ্টা করেন আগুন নেভাতে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কালো ধোঁয়ায় ঢাকে স্টেশন চত্বর। খবর দেওয়া হয় দমকলে।

প্রায় আধ ঘণ্টা বাদে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছোয় স্টেশন চত্বরে। শুরু হয় অগ্নি নির্বাপণের চেষ্টা।