অবতক খবর :: নরেশ ভকত, বাঁকুড়াঃ সারা বিশ্বে করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে। সেই প্রভাব থেকে বাঁকুড়াও বাদ যায়নি। তাই আগাম সাবধানতা নিতে ‘করোনা’ নিয়ে নড়ে চড়ে বসলো বাঁকুড়া জেলা পরিষদ। বৃহস্পতিবার বাঁকুড়া জেলা জেলাপরিষদে বিভিন্ন কর্মরত কর্মী, আধিকারিক, এবং উপস্থিত কর্মাধ্যক্ষদের মাস্ক বিলি করা হলো। জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্ম্মূ এই কর্মসূচীর সূচনা করেন।

এই মুহূর্তে করোনা আতঙ্কে ভূগছে সারা বিশ্ব। আমাদের দেশ তথা রাজ্য জুড়েই। প্রতিদিনই প্রায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর করোনা প্রতিরোধে একযোগে কাজ করছেন প্রশাসনের সব কটি দপ্তর।

রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন গুলির তরফেও এবিষয়ে নানান কর্মসূচী নেওয়া হয়েছে। অবশেষে বাঁকুড়া জেলাও পরিষদও এগিয়ে এসে এবিষয়ে কর্মসূচী গ্রহণ করলেন।