অবতক খবর,৩০ মে: প্রধানমন্ত্রী দফতরের খবর ,বৃহস্পতিবার সন্ধ্যায় ৪৮,ঘন্টার জন্য কন্যাকুমারীতে ধ্যানে বসবেন মোদী।জানা যায় ,এই কন্যাকুমারীতেই এসেছিল
স্বামীজী, মূল ভূখণ্ডে ৫০০মিটার দূরে একটি শিলাতে ধ্যানমগ্ন হয়েছিলেন তিনি ,হিন্দু ধর্মে কথিত মাতা পার্বতী শিবের জন্য তপস্যা করেছিলেন সেখানেই রয়েছে ওই শিলা।সেই শিলাতে বসে ধ্যানমগ্ন হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
এর আগেও লোকসভা নির্বাচনের প্রচার শেষে দুবার আধ্যাত্বিক প্রচারে বেরিয়েছিলেন তিনি ।২০১৯সালে লোকসভ ভোটের শেষে কেদারনাথ গেয়েছিলেন তিনি ।২০১৪সালে গিয়েছিলেন প্রতাপগড় দুর্গে আর এবার তিনি যাচ্ছেন দক্ষিণভারতে ।কিন্তু ইতিমধ্যেই এই নিয়ে রাজনৈতিক মহলের উঠেছে ঝড় বসেছে বিতর্ক সভা ।
প্রধানমন্ত্রীর ধ্যানমগ্ন হওয়ার ছবি যাতে টেলিভিশনে সম্প্রচারিত না হয় ,সেই বিষয়ে দ্বারস্থ হয়েছে সিপিএম ,এবং কংগ্রেস ।
সূত্রের খবর ,বুধবার তামিলনাড়ু সিপিএমের রাজ্য সম্পাদক কে বালকৃষ্ণ দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে একটি চিঠি দেন ।
সেই চিঠিতে সিপিএম নেতা লেখেন মোদী বেক্তিগত ভাবে কোথাও ধ্যানে বসতেই পারেন ।কিন্তু তা বিভিন্ন প্রচার মাধ্যমে দেখানো হলে
সপ্তম দফা ভোটের আগে তা নির্দিষ্ট একটি দল হিসাবে বিজেপিকে সুবিধা পাইয়ে দেবে । কমিশনের আদর্শ আচরণবিধি যাতে ভঙ্গ না হয়
সেই কারণে সম্প্রচার বন্ধ রাখার আর্জি জানিয়েছেন বালকৃষ্ণ ।