অবতক খবর,১৩ ডিসেম্বর: লোকসভা ভোটের তোড়জোড় শুরু হয়ে গেছে সমস্ত শিবিরেই। তার মধ্যেই গোটা বাংলা জুড়ে ইনসাফ যাত্রা করছে বঙ্গ সিপিএম।পাখির চোখ ২০২৪ এর লোকসভা নির্বাচন। আগামী ১৭ই ডিসেম্বর নেত্রী মীনাক্ষীর নেতৃত্বে ইনসাফ যাত্রা এসে পৌঁছাবে কাঁচরাপাড়ায়। শহর জুড়ে যেন সিপিএমের সাজসাজ রব। প্রস্তুতি তুঙ্গে। ১৭ ই ডিসেম্বর কাঁচরাপাড়ায় ইনসাফ যাত্রা এবং সমাবেশ রয়েছে সার্কাস ময়দানে। আর সেই কারণেই দিকে দিকে প্রচার চালাচ্ছে কাঁচরাপাড়া সিপিআইএম এরিয়া কমিটির নেতৃত্ব সহ অন্যান্য সকল নেতৃত্বরা। ১২ই ডিসেম্বর কাঁচরাপাড়া সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক দেবাশীষ রক্ষিতের নেতৃত্বে এবং ডি ওয়াই এফ আই-এর পক্ষ থেকে কাঁচরাপাড়ার মোট ৭টি বাজার অর্থাৎ আলসে বাজার,মানিকতলা বাজার, মিলননগর বাজার, লিচুবাগান পৌর বাজার,কলেজ মোড় বাজার, মন্ডল বাজার,মোতি বাজারে লিফলেট বিলি এবং কালেকশন করেছেন নেতৃত্বরা। এছাড়াও সন্ধ্যায় কাঁচরাপাড়া থানার মোড় থেকে গান্ধী মোড়,কলেজ মোড় থেকে স্টেশন,কলেজ মোড় থেকে মিলননগর পর্যন্ত লিফলেট বিলি এবং অর্থ সংগ্রহ করেছেন তারা। প্রায় ২৭ হাজার টাকা অর্থ সংগ্রহ হয়েছে এখনো পর্যন্ত,এমনই জানিয়েছেন এরিয়া কমিটির সম্পাদক দেবাশীষ রক্ষিত।

তাপমাত্রার পারদ রাত বাড়লেই নেমে যাচ্ছে, কিন্তু এই ইনসাফ যাত্রাকে কেন্দ্র করে ছাত্র,যুব এবং নেতৃত্বদের উৎসাহ চোখে পড়ার মতো। শীতের রাতেও তারা বিলি করে চলেছেন লিফলেট,শহর জুড়ে লাগানো হচ্ছে হোর্ডিং। ক্ষমতায় না থাকলেও তারা রয়েছেন মানুষের মনে তা এই কর্মকাণ্ড দেখেই বোঝা যাচ্ছে এমনই জানাচ্ছেন নেতৃত্বরা। শহর জুড়েই চলছে প্রচার,প্রসার। কাঁচরাপাড়া শহরে এই ইনসাফ যাত্রা আগামী লোকসভা নির্বাচনের আগে ব্যাপক সাড়া ফেলবে বলেই মনে করছেন নেতৃত্বরা।