অবতক খবর,৫ মার্চ:  উদ্বোধন হতে চলেছে কালীঘাট মন্দিরের স্কাইওয়াকের। আগামী ১৪ এপ্রিল এর উদ্বোধন হবে। সোমবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন শিল্প সমন্বয় কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে শিল্পায়নে গতি আনতে সেখান থেকে একটি বিশেষ পোর্টালের উদ্বোধনও করা হয়। ওই বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৪ এপ্রিল কালীঘাট মন্দিরের স্কাইওয়াকের উদ্বোধন হবে।

২০২২ সালের জানুয়ারি মাসে শুরু হয়েছিল কালীঘাট স্কাইওয়াকের কাজ। তবে কালীঘাটের মতো ঘিঞ্জি এলাকায় মাটির নীচে থাকা ব্রিটিশ আমলের পাইপ লাইন, নিকাশির পাইপ অক্ষত রেখে সংস্কারের কাজ দ্রুত শেষ করা অসম্ভব ছিল।

ইতিমধ্যে নতুন সাজে সেজে উঠেছে কালীঘাট মন্দির। স্কাইওয়াকের কাজও শেষ। এবার উদ্বোধনের দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।