অবতক খবর,১ মার্চ : কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা সহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে আগামী ১০ এই মার্চ কোলকাতার ব্রিগেডে তৃণমূলের জণগর্জন সভা সফল করতে ইসলামপুরে তৃণমূলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো শুক্রবার।
এদিন ইসলামপুর বাস টার্মিনাসে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয় উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি, জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, সহ তৃণমূলের একাধিক বিধায়করা। এই সভায় উপস্থিত হয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন নেতৃত্বরা। এবং
আগামী ১০ ই মার্চ কোলকাতার ব্রিগেডে সভা সফল করতে প্রায় ২০ হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এই জেলা থেকে যাবেন বলে জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।