অবতক খবর,২১ মার্চ,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: আর কদিন পরই লোকসভা নির্বাচন। নির্বাচন পর্ব শুরু হওয়ার আগে থেকে বিভিন্ন থানা এলাকায় রুটমার্চ চলছে কেন্দ্রীয় বাহিনীর। মন্তেশ্বর থানার পক্ষ থেকে বৃহস্পতিবার বিকালে পিপলন পঞ্চায়েতের করন্দা, কুলজোড়া বড়জুগ্রাম সহ বিভিন্ন গ্রামে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ অনুষ্ঠিত হয় । বিভিন্ন গ্রামের কাঁচা পাকা রাস্তা দিয়ে কেন্দ্রবাহিনী বিভিন্ন পাড়ায় পাড়ায় রুট মার্চ করে । এলাকাবাসীর সঙ্গে কথাও বলে। এলাকার মানুষজন জানায় ভোটের আগে এই ধরনের রুট মার্চের ফলে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।
ভোটকে কেন্দ্র করে অনেক সময় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় কেন্দ্রীয় বাহিনী আশায় এ সমস্যা অনেকটা কমবে বলে জানান গ্রামবাসীরা। আগামী ১৩ই মে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মন্তেশ্বর বিধানসভাতেও ভোট পর্ব অনুষ্ঠিত হবে। তার আগে পর্যন্ত এভাবেই রুট মার্চ চলবে বলে, প্রশাসন সূত্রে জানা গিয়েছে। কমিশনের এ ধরনের উদ্যোগে খুশি এলাকার মানুষজন।