অবতক খবর,১৯ জানুয়ারি: আগামী বাইশে জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বাস পরিষেবা বন্ধ রাখা হবে।

সেই কারণে জনসাধারণকে জানানোর জন্য আনুষ্ঠানিকভাবে পথসভার আয়োজন করা হয় বহরমপুর সেন্ট্রাল বাস টার্মিনাল মোহনা বাসস্ট্যান্ডে।

বাস মালিকও কর্তৃপক্ষদের দাবি, কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও প্রশাসনের নাকের ডগায় বেআইনিভাবে অবৈধ টোটো অটো রাজ্য সড়ক এবং জাতীয় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে। তাতে বাস মালিকদের প্রতিদিনের বাস চলাচলের খরচের টাকা উঠে আসছে না। সেই কারণে এটিকে ধর্মঘট না বলে তারা পরিসেবা বন্ধ রাখার কথাই বলেছেন। তাতে নিত্যযাত্রীরা সমস্যা মুখে পড়বেন। প্রতিটি বাস মালিককে রুটের জন্য খরচ টোল ট্যাক্স ইন্সুরেন্স ইত্যাদি খরচ দিয়ে বাস চালাতে হয়। অন্যদিকে বেআইনিভাবে চলা গাড়ি গুলি একই রুটের সমস্ত যাত্রী বহন করে চলেছে ফল তো বাস চালক ও বাস মালিকরা বিপুল হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমানের বাড়ির থেকে খরচ করে বাস পরিষেবা দিতে চাইছে না বাস মালিকরা তাই আগামী দিনে এই ধর্মঘটের রাস্তা বেছে নিয়েছে।