অবতক খবর,১২ নভেম্বরঃ আগামী পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনরকম বৃষ্টির সম্ভাবনা নেই।পশ্চিমী ঝঞ্জার কিছুটা প্রভাব থাকবে, উত্তরবঙ্গের দার্জিলিং কালিংপং জেলা হালকা বৃষ্টি থাকবে আগামী দু’দিন।
উত্তরবঙ্গের জেলাতে আগামী তিন দিন শুষ্ক ওয়েদার থাকবে. রাতের টেম্পারেচার ২ থেকে ৩ ডিগ্রী আগামী দু থেকে তিন দিনের মধ্যে কমার সম্ভাবনা আছে। আর কলকাতার ক্ষেত্রে টেম্পারেচার আগামী ২৪ ঘণ্টা কুড়ি ডিগ্রি আশেপাশে. মিনিমাম টেম্পারেচার আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি আশেপাশ।নভেম্বর মাসে টেম্পারেচার কুড়ি ডিগ্রি র আশে পাশে আছে জেলা টেম্পারেচার ১৮° কাছাকাছি আছে নভেম্বর মাসে সর্বনিম্ন টেম্পারেচার ১৭ থেকে 18 ডিগ্রি আশে পাশেই থাকবে. কলকাতার ক্ষেত্রে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে টেম্পারেচার সর্বনিম্ন ১৮ ডিগ্রির কাছাকাছি এসে দাঁড়াবে।

গ্রাজুয়াল ফলটা খুব খুবই স্লো। আর এই কমাটা ডিসেম্বর পর্যন্ত চলে. এখনের যে অ্যাভারেজ তাপমাত্রা আছে কুড়ি ডিগ্রি এটা আস্তে আস্তে করে কমন শুরু হবে। দাঁড়াবে আঠার ১৭ আর. ডিসেম্বরের শুরুতে সেটা যে দাঁড়াবে ১৬ আর ১৫ তে আর ডিসেম্বরের শেষ পর্যন্ত সেটা 14 13 তে এসে দাঁড়ায়।










