অবতক খবর,৯ এপ্রিল: আগামীকাল বীজপুরে এক সুবিশাল জনসভায় যোগ দিতে আসছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীজপুর তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুবোধ অধিকারীর সমর্থনে তিনি জনসভা করতে আসছেন হালিশহর মল্লিকবাগ সবুজ সংঘ ময়দানে। মুখ্যমন্ত্রীর আগমনের একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। অঞ্চল জুড়ে রয়েছে কড়া নিরাপত্তা। পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা বিভাগ বারংবার ময়দান পরিদর্শন এবং অঞ্চলে নিরাপত্তা সুনিশ্চিত করছেন।
অঞ্চলে পেট্রোলিংয়ে দিনরাত লেগে আছে পুলিশ বাহিনী। নিরাপত্তায় যাতে কোথাও এতটুকু ফাঁক না থাকে সেই দিকে নজর রাখছেন তারা। মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তাঁর আগমনকে কেন্দ্র করে প্রশাসন যেমন তৎপর, ঠিক তেমনই উল্লসিত স্থানীয় মানুষ। রাজ্যের মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য উদ্বিগ্ন সকলেই।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সুবোধ অধিকারীর সমর্থনে বক্তব্য রাখবেন সবুজ সংঘের ময়দানে। সরাসরি তাঁর বক্তব্য শুনতে পাবেন এই অঞ্চলের দলীয় কর্মীরা। এই নিয়ে তারা অত্যন্ত খুশি। অন্যদিকে গোটা বীজপুরবাসী যাতে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে পান সেই জন্য মাইক লাগানো হয়েছে দূর দূরান্ত পর্যন্ত।