অবতক খবর :: শিলিগুড়ি :: শিলিগুড়ির বিধান মার্কেট আগামীকাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে আগামী ৫দিনের জন্য। এই ৫দিন বিধান মার্কেটের ভীতরের সব দোকান কেবলমাত্র(মাছ এবং মাংশের বাজারের দোকান ছাড়া সমস্ত দোকান বন্ধ থাকবে আগামী ২৯ তারিখ পর্যন্ত।
মাছ এবং মাংশের দোকান খোলা থাকবে প্রতিদিন দুপুর ২টো পর্যন্ত। এই কদিনে বিধান মার্কেটের বাইরে কোন দোকান বসতে পারবে না। এছারাও বিধান মার্কেট ব্যাবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে সবকিছুই নির্ভর করবে পরিস্থিতির উপর।
বিধান মার্কেট ব্যাবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে সবকিছুই নির্ভর করবে পরিস্থিতি এবং সাধারন মানুষের মতামতের উপর।