অবতক খবর,৯ আগস্ট:আগরপাড়ার এক গৃহবধূকে মারধর ও শ্লীতাহানি করার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। গতকাল ঘটনাটি ঘটেছে পানিহাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত আগরপাড়া তেঁতুলতলা হরিমোহন চ্যাটার্জি রোডে। অঞ্চলের গৃহবধূ শিখা দাসকে মারধর ও শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে প্রতিবেশী গ্রেজেটেড অফিসার সব্যসাচী ভট্টাচার্যের বিরুদ্ধে। ওই প্রতিবেশি শিখাদেবীর বাড়ির পাশে নির্মিয়মান আবাসনে বাড়ির পিলার ভেঙে দিতে আসলে শিখা দেবী বাধা দেয়।
অভিযোগ,সেসময় তাকে বেধড়ক মারধর করে এবং তার শ্লীলতাহানি করার চেষ্টা করে প্রতিবশী সব্যসাচী ভট্টাচার্য। তাকে উদ্ধার করে স্থানীয়রা। শিখাদেবী আজ সকালে ওই প্রতিবেশী সব্যসাচী ভট্টাচার্য্যের বিরুদ্ধে খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।