অবতক খবর,১৯ আগস্টঃ দীর্ঘদিন ধরে আগরপাড়া স্টেশন চত্বরে রেলের কোয়ার্টার গুলো পরিতক্ত অবস্থায় পড়েছিল । সেগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাওয়ায় রেল কর্তৃপক্ষের থেকে কনডেম ঘোষণা করে এবং প্রত্যেক কোয়ার্টারে রেলের পক্ষ থেকে লিখে দেওয়া হয় ।
দীর্ঘদিন ধরে রেল কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছে এই পরিতক্ত কোয়ার্টার গুলোকে পরিষ্কার করা এবং রেলের ফাঁকা জমিতে গড়ে ওঠা বস্তি উঠিয়ে দেওয়ার । কয়েকদিন আগে রেলের পক্ষ থেকে আগরপাড়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের গায়ে রেল কোয়ার্টার গায়ে নোটিশ ঝুলিয়ে দিয়ে যায় । আজ সকালে রেলের আধিকারিক সহ কর্মচারী এবং আরপিএফ কে সঙ্গে নিয়ে ভাঙতে আসে । রেলের ফাঁকা জমিতে গড়ে ওঠা বস্তিতে প্রায় ৫০ থেকে ৬০ বছর ধরে এই জায়গায় বস্তি করে থাকছেন মানুষেরা ।
প্রায় একশোর উপরে ঘর রয়েছে । তারা আজ বিক্ষোভে ফেটে পড়ে । তারই মধ্যে রেল কর্তৃপক্ষ প্রায় দশ থেকে বারোটা বস্তি ভেঙে দেয় । এবং বলে যায় আগামী ২৫ তারিখের মধ্যে সমস্ত জায়গা ফাঁকা করে দিতে হবে, না হলে 26 তারিখে রেলের পক্ষ থেকে লোক এসে সমস্ত বস্তি এবং কোয়াটার ভেঙে দিয়ে যাবে । এই কথা শুনেই দীর্ঘদিনের বসবাস করা মানুষ ক্ষোভে ফেটে পড়ে এবং বিক্ষোভ দেখতে থাকে । রেল কর্তৃপক্ষ ভাঙার কাজ আজকের মতন স্থগিত রেখে দিয়ে ফিরে যায় ।
কিন্তু যাওয়ার আগে তারা জানিয়ে যায়, ২৫ তারিখের মধ্যে সমস্ত জায়গা ফাঁকা করে দিতে হবে নাইলে পুনরায় ২৬ তারিখ তারা ভেঙে দেবে । এই রেলের ফাঁকা জায়গায় গড়ে ওঠা বস্তিতে যে সমস্ত মানুষেরা বসবাস করেন তাদের দাবি পুনর্বাসন ছাড়া এই বস্তি ভাঙ্গা যাবে না । কারণ তারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে, তাদের ভোটের কার্ড, আধার কার্ড আছে । তারা এখানে বসবাস করে জীবন যাপন করছে । তা না হলে দরকার হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে, দরকার হলে ট্রেন অবরোধে যেতে বাধ্য হবে । আর না হলে এই বাচ্চা পরিবার নিয়ে তারা খোলা আকাশের নিচে ওই জায়গাতেই থাকবে। দরকার হলে এখানেই তারা মৃত্যুবরণ করবে ।