অবতক খবর :: শিলিগুড়ি :: লকডাউন চলাকালীন শিলিগুড়ি হাসপাতালের রোগীরা সমস্যায় পড়ে গেছেন, যানবাহন বন্ধ থাকবার কারনে ডাক্তার দেখাতে আসতে পারছেন না অনেকেই। অনেকে এসে একদিন কোনরকমে থেকে ডাক্তার দেখাচ্ছেন,কেউ কেউ কোনরকমে সকালে কোনমতে খেয়ে ডাক্তার দেখিয়ে চলে যাচ্ছেন।ডাক্তার না আসায় সমস্যা বাড়ছে বেশী।
শিলিগুড়ি জেলা হাসপাতালের আউটডোরে রোগী গিজগিজ করছে,যার থেকে সংক্রমনের ভয় থাকছেই, সংক্রমন হলে কি হবে এটা ভাবছেন না অনেকেই, হাসপাতালের আউটডোর এবং হাসপাতাল চত্বরে রোগী এবং তার বাইরের লোকেদের ভীড় আরো বেশী করে সংক্রমনের কথা মনে করিয়ে দিচ্ছে। অথচ এ নিয়ে চিন্তা করছেন না কেউই, প্রয়োজনীয় মাষ্ক কিংবা সানিটাইজার নেই অনেকের কাছে জিঞ্জাসা করলে বলছেন ভুলে গেছি বা ছিড়ে গেছে। এ নিয়ে হাসপাতাল সুপারকে জিঞ্জাসা করলে তিনি বলছেন এই দেড় মাসে অনেকবার চেষ্টা করেছি যাতে যারা হাসপাতালে আসছেন তারা অন্তত মাষ্ক পড়ে আসেন কিন্তুু কে শুনছে কার কথা।
অনেকেই মনে করছেন এইখান থেকেই ছড়াতে পারে রোগ। অথচ কি করনীয় তা নিয়ে চিন্তা করছেন না কেউই। নীরবে সবাই অপেক্ষা করছেন যেন রোগ ছড়ানোর। হাসপাতালের চারিদিকে সানিটাইজিং করা হচ্ছে সপ্তাহে একবার, অথচ সংক্রমন ছড়ানোর সম্ভাবনা সেখান থেকেই বেশী। শিলিগুড়ির জেলা হাসপাতালে মাষ্ক এবং সানিটাইজারের অভাব অনেকদিন ধরেই বার বার বলা হলেও পর্যাপ্ত মাষ্ক এবং সানিটাইজার পাচ্ছেন না বলে জানিয়েছেন হাসপাতালের ষ্টাফেরা।








