অবতক খবর,১৬ ডিসেম্বর,নদীয়া:- নদিয়ার চাকদহের কালীবাজার হাটে দেদার বিক্রি হচ্ছে কচ্ছপ। বনদপ্তের কোন নজরদারী না থাকায়, উত্তর 24 পরগনা বনগাঁ থেকে এনে কালিবাজার মন্ডল হাটে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার কচ্ছপ বিক্রি হয় হাটের মধ্যেই।

এ বিষয়ে বনদপ্তর কোনো বক্তব্য দিতে রাজি হননি, তবে মৌখিকভাবে বলেন তারা নাকি কিছুই জানেন না, শুধু তাই নয় লিখিত অভিযোগ জমা দিলে তবেই তারা এ ধরনের বাজারগুলো পরিদর্শন করবেন বলে জানিয়েছেন। সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে তাহলে সংরক্ষণের উদ্দেশ্যে এত বিপুল অর্থের নির্মিত সরকারি দপ্তরের প্রয়োজন কি?