অবতক খবর,৮ নভেম্বর,মুর্শিদাবাদ:-অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার এন্ড হেড মিস্ট্রেস ASHFM এর প্রথম ত্রিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো জিটিআই স্কুলে। আজ এই প্রথম সম্মেলনে জেলার বিভিন্ন স্কুল থেকে প্রধান শিক্ষক এবং শিক্ষিকা সমেত মোট ১৩০ জন মত উপস্থিত হন। সংগঠনের নেতা শ্রী বিরাট বন্দ্যোপাধ্যায় বলেন উষসী প্রকল্পে গ্রাম থেকে বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকারা শহরে চলে গিয়েছেন যার ফলে গ্রামে স্কুলে শিক্ষক-শিক্ষিকার অভাব দেখা দিয়েছে তার মধ্যে স্কুলের শিক্ষকদের উপর বিডিও অফিসের কাজের চাপ খুব বেশি। বর্তমানে যা অবস্থা, স্কুলগুলিকে সচল রাখতে গ্রামে স্কুল গুলোর অবিলম্বে শিক্ষক নিয়োগ প্রয়োজন বলে মনে করেন শ্রী বিরাট বন্দ্যোপাধ্যায়।









