অবতক খবর,২৬ ডিসেম্বর: অস্থায়ী টোটো বন্ধের দাবিতে শ্যামনগর চৌরঙ্গী মোড় অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থায়ী টোটো চালকেরা। বৃহস্পতিবার সকালে ব্যস্ততম সময় টোটো বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন আইএনটিটিইউসি পরিচালিত টোটো ইউনিয়নের সদস্যরা। তাদের দাবি, অস্থায়ী বেশ কিছু টোটো ঘোষপাড়া রোডে দাঁড়িয়ে যাত্রী নিয়ে যাচ্ছে,যার ফলে যারা স্থায়ী টোটো রয়েছে তারা যাত্রী পাচ্ছেন না সেই কারণেই তারা রাস্তা অবরোধ করেছেন।