অবতক খবর,১৩ মে: অসুস্থ হয়ে মারা গেলেন একজন বিএসএফ কেন্দ্রীয় বাহিনী।
ASI মহেন্দ্রের সিংহ নামে বিএসএফ বাহিনী তিনি।
মুরারা ২০৩ নম্বর বুথে মোতায়ন ছিলেন সেই বিএসএফ আধিকারিক।
তিনি অসুস্থ বোধ করেন। তার পরে তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা বিএসএফ জওয়ান কে মৃত বলে ঘোষণা করে।
বিএসএফ,asi মহেন্দ্র সিং। নির্বাচনের কাজে কর্মরত অবস্থায় মৃত্যু।
বীরভূম লোকসভা কেন্দ্রের জাগরণী পাঠশালায়, বুথ নম্বর ২০৩, হার্ট অ্যাটাক আক্রান্ত হয়ে মৃত্যু বলে জানিয়েছেন সিইও আরিজ আফতাব।
প্রাথমিক ভাবে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।