অবতক খবর :: বিধান নগর :: ১৮ মে ::    শিলিগুড়ি মহকুমা বিধান নগর বিবেকানন্দ পল্লী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজ প্রায় ২০০ শ্রমিককে দুপুরের আহার করানো হয়। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দশ হাজার এক টাকার চেক তুলে দেওয়া হয়।

এই চেক তুলে দেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা ক্লাব সম্পাদক অপু মন্ডল।

সভাপতি রমেশ মন্ডল জানান, “অনেক পরিশ্রমী হেঁটে চলছে নিজের গন্তব্যস্থলে তাই আজকে ক্লাবের তরফ থেকে দুপুরের আহার আয়োজন করেছি।”