অবতক খবর,২৮ ফেব্রুয়ারী: আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের ডিমডিমা চা-বাগানের বসবাসরত ফিরোজা খাতুনের মেয়ে ফরিদা খাতুন‌ আজও ভুগছে এক ভয়াবহ দুর্ঘটনার পরিণতিতে। জন্মের মাত্র দু মাস সাত দিনের মাথায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে গুরুতরভাবে আহত হয় ছোট্ট ফরিদা।

জানা গেছে সেদিন ফিরোজা খাতুন ও তার স্বামী ঘরের বাইরে ছিলেন। হঠাৎ খাটের পাশে থাকা হেরিকেন থেকে আগুন ধরে যায়, যার ছিটকে পড়া শিখা ফরিদার মাথার এক পাশকে ঝলসে দেয়। সঙ্গে সঙ্গে ফিরোজা তাকে উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখান থেকে রাতারাতি জলপাইগুড়ি সদর হাসপাতালে রেফার করে দেওয়া হয় ফরিদাকে। কিছুদিন চিকিৎসার পর হাসপাতাল থেকে বাড়িতে ফিরতে হয় ছোট্ট ফরিদাকে এবং পরামর্শ দেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও নিয়ে যাওয়ার ।

প্রয়োজনীয় চিকিৎসার অভাবে আজও অস্বাভাবিক জীবন থেকে ফিরতে পারিনি ফরিদা।
সে হাঁটতে পারে না,কথাও বলতে পারে না, এমনকি চোখেও দেখতে পারে না। শুধু মুচকি হাসি দেয় এবং ক্ষুদা লাগলে কান্না করে ।
তার ওপর একই সময় দুর্ভাগ্যের আরেক অধ্যায় যোগ হয় যখন ফরিদার বাবা তাদের ছেড়ে অন্য এক মহিলার সঙ্গে পালিয়ে যায়।

অভাব অনাটনের মাঝেও ফিরোজা খাতুন বাচ্চাটিকে আগলে রেখেছেন।

তবে চিকিৎসার ব্যয় ভার বহন করা তার পক্ষে অসম্ভব। তিনি সমাজের সহৃদয় ব্যক্তিদের ও বিভিন্ন সংস্থার কাছে সাহায্যের আবেদন করছেন যাতে তার সন্তানের চিকিৎসা করানো সম্ভব হয়।

যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তবে সেটি হতে পারে এক মায়ের বেঁচে থাকার আশার আলো।

আসুন না সকলে মিলে মানব তার পাশে দাঁড়াই

Mobile no- 9932528662

FIROZA KHATUN
BANK – BANK OF INDIA
A/C NO- 430110110011155
IFSC CODE- BKID0004301
BRANCH -ETHELBARI