অবতক খবর :: অনুপ কুমার মন্ডল :: নদীয়া :: সারা বিশ্বে যখন করোনা নিয়ে আতঙ্কে মানুষ সেই সময় ভারতবর্ষ করোনা নিয়ে উদ্বেগ আর তার মধ্যেই ভারত বর্ষ এবং পশ্চিমবঙ্গে লকডাউন এর ঘোষণা মেয়াদ বাড়ানো হলো। আর সেই সময় বহু দরিদ্র এবং ভ্যান চালক থেকে শুরু করে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন নদীয়ার মাঝের গ্রাম অঞ্চলের তৃণমূল কর্মীরা। এনারা সর্বদাই প্রচারে বিমুখ। কিন্তু প্রচারে আলোয় না এসে নিশব্দে গরীব মানুষ গুলির পাশে দাড়িয়েছেন তৃণমূল কর্মী তমাল বিশ্বাস এবং তাদের কে সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন নদিয়া জেলা পরিষদের কর্মদক্ষ বর্ণালী দে, মাঝে গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পুলিশ প্রশাসন।

লকডাউন হবার পর থেকে মাঝের গ্রাম পঞ্চায়েতের ২৩ নং বুথে ছুটে বেরিয়েছে এই তৃণমূল কর্মীরা আর ২৮৬ এবং ২৮৭ বুথেও অসহায় মানুষের পাশে দাঁড়ালো এই তৃণমূল কর্মীরা। অটো টোটো ভ্যান চালকদের হাতে চাল, মুসুরির ডাল ,সয়াবিন, আলু ,তুলে দিচ্ছেন।
তৃণমূল কর্মী তমাল বিশ্বাস বলেন আজ ২০০ জন মানুষকে খাদ্য সামগ্রী তুলে দিলাম আগামী দিন যতদিন লকডাউন চলবে আমরা তাদের পাশে দাঁড়াবো আমাদের সাধ্যমত । তবে শুধু তার পঞ্চায়েত নই অন্যান্য জায়গা থেকে এসে ও নিচ্ছেন খাদ্য সামগ্রী। তিনি এও বলেন মমতা ব্যানার্জি যেমন মানুষের পাশে দাঁড়িয়ে রাস্তায় নেমে কাজ করছেন মানুষের জন্য তেমনি মাঝের গ্রাম তৃণমূল কর্মীরা মানুষের পাশে সর্বদায় রয়েছেন।









