অবতক খবর,৮ ফেব্রুয়ারী,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান: অশান্তি ও মারধোরের অভিযোগে দুই জায়গা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত দুই জন হয় মহিমউদ্দিন মন্ডল ভাতার ব্লকের সন্তোষপুর এলাকার বাসিন্দা সৌরভ হাজরা, মন্তেশ্বরের পাকুরমুড়ি গ্রামের বাসীন্দা।
মন্তেশ্বর থানা সূত্রে জানা যায় মহিমউদ্দিন ও সৌরভ এই দুইজন আজ সকালে মালডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন ব্যক্তিকে গালিগালাজ ও অশান্তি করার জন্য, যাতে বড় ধরণের কোন অশান্তির ঘটনা না ঘটে সেজন্য এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ।
পাশাপাশি চাষের জমি জল ধারণাকে কেন্দ্র করে প্রতিবেশীকে মারধরের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে মন্তেশ্বর থানার পুলিশ ধৃত মহম্মদ আসিফ শেখ, ভাগরা মূলগ্রাম, পঞ্চায়েতের বসন্তপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানান গতকাল চাষের জমি জল ধারণাকে কেন্দ্র করে প্রতিবেশী আব্দুস সাত্তার নামে এক ব্যক্তিকে মারধর করে বলে অভিযোগ করে।
প্রতিবেশী আহত আব্দুস সাত্তার মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ করে অভিযোগের ভিত্তিতে মোঃ আরিফকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত তিনজনকে গ্রেপ্তার করে, আজ ধৃতদের কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।