অবতক খবর,৩০ এপ্রিলঃ গতকাল অল্প বৃষ্টিতেই কাঁচরাপাড়া সার্কাস ময়দান সংলগ্ন অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে। এই খবর কাঁচরাপাড়া পৌরসভায় পৌঁছতেই ঘটনাস্থলে আসেন পৌর আধিকারিকরা। জল জমার অন্যতম কারণ হিসেবে দেখা যায় সেখানকার নিকাশি ব্যবস্থা বেহাল।
জমা জল বের করার অন্য কোন উপায় না পেয়ে পৌরসভার তরফ থেকে জেসিবি এনে রাস্তার মাঝখানে খনন করা হয়। এইভাবে ড্রেন কেটে নামানো হয় ওই অঞ্চলের জল। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার সিআইসি দিলীপ ঘোষ। তিনি বলেন,”যে ঘটনা ঘটেছে তার জন্য দায়ী ৩৪ বছরের বামফ্রন্ট সরকার। ড্রেনের উপরে যেভাবে তারা স্ল্যাব দিয়ে তৈরি করেছে তার ফলে পৌর কর্মীরা ড্রেনগুলি পরিষ্কার করতে পারে না। যার ফলে জল জমে যায় এইভাবে। তারা তো টাকা নিয়ে দোকান তৈরি করে দিয়ে গেছেন। কিন্তু তারা যে কাজ করেছেন তা মোটেও সাধারণ মানুষের জন্য নয়।” এইভাবে তৎকালীন স্থানীয় সিপিআইএম নেতৃত্ব এবং প্রশাসদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন দিলীপ ঘোষ।