অবতক খবর,১৭ মার্চ: অর্জুন সিং প্রার্থী হলে বিজেপি করার লোক ব্যারাকপুরে থাকবে না দাবি পার্থ ভৌমিকের।রবিবার সকালে জগদ্দল বিধানসভা কেন্দ্রের মামুদপুরে গান্ধীমোর এলাকায় দাসপাড়ার ৪০ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেস দলের দলীয় পতাকা প্রার্থী পার্থ ভৌমিকের হাত থেকে নিয়ে তৃণমূলে যোগ করলেন ।
রবিবার এই যোগদান পর্বে হাজির হয়ে ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক বলেন, মানুষ ব্যারাকপুরের বুকে আর ২০১৯ ফেরাতে চাইছে না। পার্থ-র দাবি, অর্জুন সিং প্রার্থী হলে ব্যারাকপুরে বিজেপি করার লোক থাকবে না। দলে দলে সব তৃণমূলে যোগ দেবে।