অবতক খবর,২ এপ্রিল : অর্জুন সিং এর বাড়ির সামনে মেঘনা জুট মিলে গুলি চালানো ও বোমাবাজির ঘটনায় অর্জুন সিং এর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে বারাকপুর আদালত। কিন্তু অর্জুন সিং রাজ্যে না থাকায় মুখ খোলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে। তিনি বলেন গুলি চালালো ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে নমিত সিং আগ্নেয়াস্ত্র ছিল তার হাতে। মিলের গেটে তান্ডব করলো দুষ্কৃতীরা।
পুলিশ তখন দর্শক হিসেবে দাঁড়িয়ে ছিল সেখানে। চারিদিকে সিসি ক্যামেরা লাগানো পুলিশের। সেই সিসি ফুটেজ তারা দেখছে না। অর্জুন সিং গিয়েছিলেন এসেছিলেন তার মধ্যে কোন গুলি চলেনি। অর্জুন সিংয়ের দেহরক্ষীরা বুলেট প্রুফ জ্যাকেটটি খুলেছিল। পুলিশ দল দাস হিসেবে এই কাজ করছে। উনি তো পালিয়ে যাননি হাইকোর্টের কাছে গিয়েছেন। আর জে এন আই এ কেসে আসামি সে ঘুরে বেড়াচ্ছে নমিত সিং। তাকে পুলিশ এরেস্ট করছে না। অর্জুন সিং পালাবার লোক নয়। পুরীর আওয়াজ শুনে অর্জুন সিং বেরিয়েছিল।