অবতক খবর,২১ মার্চ: অর্জুন সিং বিজেপিতে ছিলেন বাধ্য হয়েই তৃণমূলে গিয়েছিলেন। কিন্তু অর্জুনদার হৃদয় বিজেপিতেই রয়েছে । বৃহস্পতিবার সকালে নৈহাটির বড়মার মন্দিরে এসে বললেন আসানসোলের প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। বৃহস্পতিবার সকালে নৈহাটীর বড়মা মন্দিরে তিনি একা পুজো দিতে আসেন।

মায়ের মন্দিরের সামনে দাড়িয়ে সকলের মঙ্গল চেয়ে শান্তি কামনা করলেন। এরপর জিতেন্দ্র তেওয়ারি আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সম্পর্কে দাবি করেন, আসানসোলের মানুষকে উনি চেনেন না। গত আড়াই বছরে আসানসোল হাসপাতালের সুপারের নাম, কলেজের প্রিন্সিপাল কে এমনকি সেখানকার তৃণমূলের ব্লক সভাপতিদের নাম উনি জানেন না।

এবার আসানসোলের মানুষ ঠিক করবে কাকে জেতাবেন। জিতেন্দ্র তেওয়ারির ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে নিয়ে মন্তব্য, গণতান্ত্রিক ব্যবস্থায় যে কেউ প্রার্থী হতেই পারে।