অবতক খবর,১৭ মে: আগামী ২০শে মে পঞ্চম দফা লোকসভা নির্বাচন। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রকে পাখির চোখ করে রেখেছে রাজনৈতিক মহল। এই কেন্দ্রে লড়ছেন দুই হেভিওয়েট নেতা। একদিকে তৃণমূলের পার্থ, অন্যদিকে বিজেপির অর্জুন। এই কেন্দ্রে লড়াই হাড্ডাহাড্ডি।

আর এরই মধ্যে ভোটের আগে অর্জুন সিং-কে চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় লেখা ওই চিঠিতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর জয় কামনা করেছেন মোদী। পাশাপাশি তাঁর ভূয়সী প্রশংসা করেছেন। অর্জুন সিং-কে চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, ব্যারাকপুর শিল্পোন্নয়নে আপনি ধারাবাহিকভাবে চেষ্টা করেছেন। সংসদে সরব হয়েছেন পাটকল শ্রমিকদের অধিকারের দাবিতে। লক্ষ্যণীয়ভাবে, ভোট-প্রচারে কংগ্রেস ও ইন্ডি জোটের বিরুদ্ধে সরব হওয়ার জন্য ব্যারাকপুরের বিজেপি প্রার্থীকে চিঠিতে অনুরোধ জানিয়েছেন মোদী।

অন্যদিকে এই চিঠির জন্য এক্স হ্যান্ডলে পোস্ট করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অর্জুন সিং। তাঁর প্রতি আস্থা রাখার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অর্জুন সিং।

তবে প্রধানমন্ত্রীর এই চিঠি স্বাভাবিকভাবেই অর্জুনের আরো জোরদার লড়াই করার সাহস জুগিয়েছে তা বলাই বাহুল্য।