অবতক খবর,২৬ ডিসেম্বর,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান:মন্তেশ্বর বাজার সংলগ্ন হরি মন্দিরে রামচন্দ্র কে সামনে রেখে অকসদ নামে রামচন্দ্রের ও গোমাতার পূজা অনুষ্ঠিত হয়। তথা আগামী ২২ শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে রাম লালা প্রতিষ্টিত করা হবে সেই উপলক্ষে গত ৫ই ডিসেম্বর অযোধ্যা রামমন্দিরের পূজিত চাল প্রসাদ দেশের প্রত্যেকটা জায়গায় কলসের মাধ্যমে পৌঁছায় । সেই চাল প্রসাদকে বাড়িয়ে গ্রামের প্রত্যেকটি বাড়িতে বিতরণের মাধ্যমে জানানো হবে অযোধ্যায় রামমন্দিরে রামলালা প্রতিষ্ঠার কথা। মন্তেশ্বর ব্লকের রামচন্দ্র জন্মভূমি তীর্থক্ষেত্র সঞ্চালন কমিটির পক্ষ থেকে আজ দুপুরে পূর্ণিমার তিথিতে আনন্দে উৎসাহের সঙ্গে জাঁকজমক ভাবে হোম যজ্ঞের মাধ্যমে কাসর ঘন্টা বাজিয়ে, পূজিত প্রসাদ জনসাধারণের মধ্যে বিতরণ করে রামচন্দ্রের মূর্তিকে সামনে রেখে অকসদ নাম দিয়ে মন্তেশ্বর ব্লকের ১৩ টি মন্ডল কমিটির সঙ্গে মঙ্গলবার দুপুরে মন্তেশ্বর বাজার সন্নিকট হরি মন্দিরে গোমাতা ও রামচন্দ্রের পূজা করেন মন্তেশ্বর ব্লক রামচন্দ্র জন্মভূমি তীর্থক্ষেত্র সঞ্চালন কমিটির পক্ষ থেকে।

এবং এই পূজার মাধ্যমে উদ্যোক্তাদের পক্ষ থেকে জনসাধারণ কে জানান আগামী ২২ শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রতিষ্ঠিত হওয়ার আমন্ত্রণের কথা।