অবতক খবর,৩০ ডিসেম্বর: অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন দাঁড়াবে ডানকুনিতে।মালদা টাউন থেকে ব্যাঙ্গালুরুর এস এম ভি টি স্টেশন পর্যন্ত চলবে সাপ্তাহিক এই ট্রেন।অযোধ্যা থেকে ফ্ল্যাগ অফ করে অমৃত ভারতের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মালদা থেকে ব্যাঙ্গালুরু যাওয়ার এই ট্রেন থামবে ডানকুনিতে।

এদিন ডানকুনি স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্মে পূর্ব রেলের তরফে উদ্বোধনী অনুষ্ঠান করা হয়।উপস্থিত ছিলেন বর্ধমান দূর্গাপুর লোকসভার সাংসদ সুরেন্দর সিং আলুওয়ালিয়া, পূর্ব রেলের ডিআরএম।

অমৃত ভারতে চেপে পূর্ব বর্ধমান থেকে ডানকুনিতে আসেন সাংসদ।মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন,এটা আমাদের জন্য গর্বের বিষয় পশ্চিমবঙ্গ দুটো অমৃত ভারতের মধ্যে একটা পেয়েছে।আরও গর্বের হুগলির ডানকুনিতে তার স্টপেজ থাকছে।মালদা থেকে ব্যাঙ্গালুরু যেতে ৩৮ ঘন্টা সময় লাগবে।এই ট্রেনে ব্যাঙ্গালুরুতে চিকিৎসা করাতে যাওয়া পড়তে যাওয়া মধ্যবিত্ত মানুষদের সুবিধা হবে।প্রধানমন্ত্রী চেয়েছিলেন রাজধানীতে যে ধরনের সুবিধা আছে সেই ধরনের সুবিধা যুক্ত একটা নন এসি ট্রেন করতে।একে তো ভাড়া কম কিন্তু সুবিধা রাজধানীর মত।নিরাপত্তা ভালো গোটা ট্রেনে সিসি ক্যামেরা আছে।কিছু হলে কট্রোল রুমে খবর চলে যাবে।বিজেপি সাংসদ আরও বলেন,স্বাধীনতার ৭৫ বছর যখন পালন হবে তখন রেল থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের নিশান মুছে ফেলা হবে।তাই তো প্রধানমন্ত্রী বলেছেন মেক ইন ইন্ডিয়া।

অমৃত ভারত মিলেছে বন্দে ভারত চলছে চারটে এরপর দিল্লী যাওয়ার জন্য দ্রুত গামী ট্রেন দেশের সব মেগাসিটি গুলোর সাথে যোগাযোগ করার ট্রেন হয়ত পাওয়া যাবে বাংলার জন্য।।।