আজ শুভ জন্মদিনে সকালে উঠেই তোমাকে খোলা কবিতা– একটি আবদার!
অমর্ত্য
তমাল সাহা
অমর্ত্য মানে আমি কি খুব ভালো জানি?
এটুকু বোধ আছে আমার, তুমি খুব জ্ঞানী।
বড় বড় মানুষেরা ন্যায় অন্যায়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, দেয়নি শুধু বাণী।
নেতাজীকে আমরা প্রকৃত দেশপ্রেমিক বলে মানি। সূর্যসেনও দাঁড়িয়েছিল সক্রিয় হাতে
কত বিপ্লবী সেন যে মরেছে রাষ্ট্রীয় গুলিতে!
অস্ত্র হাতে চাইছি না তোমাকে
নীরবতা যখন ভীষণ ভীষণ রকম পাপ
সশব্দে সোচ্চারে প্রতিবাদ করো
রাষ্ট্রীয় অত্যাচারে তোমার কাছে চাই না কিছুই
চাই শুধু তোমার ঘনিষ্ঠ উত্তাপ।
আমাদের পাশে আজেবাজে নেতা কতো
আমরা চাই অমর্ত্য,তুমি হয়ে থাকো অমর তো!
আমি জানি এটা নভেম্বর বিপ্লবী মাস
বালার্কের আলোকে ভরে উঠুক আমাদের আকাশ।