অবতক খবর,২২ মার্চ: অভিষেক ব্যানার্জির শারীরিক সুস্থতা কামনায় শীতলা মায়ের পুজো দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ।
শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠতে অভিষেক ব্যানার্জির দ্রুত সুস্থতার প্রার্থনায় করলো শনিবার পূর্ব বর্ধমান জেলার কালনার শতাব্দী প্রাচীন শীতলা মায়ের মন্দিরে পুজো দিয়ে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।
এদিন কালনার এই বিখ্যাত মন্দিরে প্রতি বছর হাজার হাজার পূর্ণার্থী পুজো দিতে আসেন। তাঁদের জন্য বিশেষ জলছত্রের আয়োজন করে যুব তৃণমূল কংগ্রেস। জলছত্রের উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ।
এই উপলক্ষে উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়নের জেলা সভাপতি সন্দ্বীপ বসু, কালনা মিউনিসিপ্যালিটির উপ পৌরপতি তপন পড়েল সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি ও ভক্তবৃন্দ।









