অবতক খবর,২৮ ফেব্রুয়ারী:অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর বেইমান প্রসঙ্গে মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের সাফ জবাব,বাবা দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন,যা বলবে দলের মুখপাত্ররা বলবে……….
মুকুল রায়কে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বেইমান উক্তি নিয়ে,নিরব প্রতিবাদ মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের।শুভ্রাংশুর সাফ জবাব, দল যখন তৈরী হয়েছিলো তখন বাবা তাদের মধ্যেই একজন ছিলেন।যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তার জবাব দেবার জন্য দলের মুখপাত্ররা রয়েছেন।এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর বাবার বিষয়!! দলের কথা বাইরে বলা যাবে না!!