অবতক খবর,৩ মার্চ,ডায়মন্ড হারবার: ভাড়া লাগবে না, ফ্রি-তেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পৌঁছে দেবে টোটো। ডায়মন্ড হারবারে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে বিনামূল্যে ই-রিকশা সুবিধা চালু করল অভিষেক। শুধুমাত্র ডায়মন্ড হারবার শহরে ৫০ টি টোটো আর বিধানসভা জুড়ে প্রায় ১৫০ টির ও বেশী টোটো এই পরিষেবা মিলবে গোটা বিধানসভা জুড়ে এহেন টোটো পরিষেবায় খুশী ডায়মন্ড হারবার বাসী ।আজ সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

আর সেদিকে নজর রেখেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবেই ডায়মন্ড হারবারে সকল পরীক্কার্থীদের জন্য বিশেষ টোটো পরিষেবার চালু করল ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক সামিম আহমেদ। ছাত্র ছাত্রীদের জীবনের প বড় পরীক্ষা। তাই উচ্চ মাধ্যমিক নিয়ে ডায়মন্ড হারবারে তৃণমূলের নেতৃত্বের তৎপরতাও তুঙ্গে। পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে বিনামূল্যেই যাতায়াত করতে পারে, তারই ব্যবস্থা করা হল । পরীক্ষার্থীদের পরীক্ষার হলে পৌঁছে দেবে টোটো, তার জন্য দিতে হবে না কোনও ভাড়া। এলাকায় যতগুলি স্কুলে পরীক্ষাকেন্দ্র তৈরি হয়েছে, সবকটিতেই পৌঁছে দেবে বিনামূল্যের টোটো।

এর ফলে পরীক্ষার্থীদের যাতায়াত নিয়ে কোনও মাথাব্যাথা থাকবে না বলেই মনে করা হচ্ছে। তার পাশাপাশি বিভিন্ন সেন্টারের কাছাকছি একটি করে বিশেষ ক্যাম্পও চালু করল। সেই ক্যাম্প গুলো থেকে পুরো বিষয়টি তদারকি করা হবে। কোন পরীক্ষার্থী যদি সমস্যায় পড়ে তৎক্ষণাৎ তৃণমূল ছাত্রপরিষদের ছেলেমেয়েরা সব ব্যবস্থা করে দেব। ডায়মন্ড হারবার শহর তথা বিধানসভা লাগোয়া বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার পরীক্ষার্থীর সিট পড়েছে ডায়মন্ড হারবারের নানা স্কুলে। অনেক পরীক্ষার্থীকে বাসে করে বা অন্য গাড়ি করে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়। অনেক সময় দেখা গেছে অতিরিক্ত যানজটে সমস্যায় পড়তে হয়েছে। এবং সময়মতো পৌঁছাতে দেরীও হয়ে যায়,এবারে সব মুশকিল আসান করার জন্যে এগিয়ে এলো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পর্যবেক্ষক সামিম আহমেদ। তাই ডায়মন্ড হারবার শহরের মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যেন সমস্যা না হয় সেই চিন্তা করেই এমন বিশেষ টোটো পরিষেবা।

এবিষয়ে ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের কর্মী অর্পণ মন্ডল বলেন , ‘ আমরা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক সামিম আহমেদের ব্যবস্থাপনায় আমরা সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ টোটো ব্যবস্থা চালু রাখছি। রাস্তায় যদি কোন সমস্যায় পড়তে না হয় এবং সময় মতো সেন্টারে পৌঁছে দিতেই এই টোটো পরিষেবা। এমনকি যদি কোন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে তার জন্য আমরা চিকিৎসা ব্যবস্থাও রেখেছি’।

এমনকি অভিভাবকদের জন্য বসার আলাদা ব্যবস্থাও করে রেখেছি। এ বিষয়ে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অবিনাশ বেড়া বলেন, বিনামূল্যের টোটো পরিষেবা পাওয়ায় খুশি আমরা অনেকেই ইতিমধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গিয়েছে আমার অনেক বন্ধু-বান্ধব। আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছে প্রথমে স্কুলটি বুঝতে না পারায় এখানে এসে জিজ্ঞাসা করায় টোটো তে করে স্কুলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে।

সর্বোপরি ডায়মন্ড হারবারে যেকোন সমস্যায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিধানসভার পর্যেবক্ষক সামিম আহমেদ। তাঁর এহেন পরিষেবার জন্য যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে সকল ডায়মন্ড হারবার বাসী মানুষের কাছে ।