অবতক খবর,২৮ মে: শেষ পর্যন্ত অভিষেকের সঙ্গে বৈঠকের পর গলল বরফ। জানা যায় মঙ্গলবার থেকে পুরো দমে তৃণমুলের হয়ে ভোট প্রচার নেমেছেন তৃণমূলের বিধায়ক উষা রানী মন্ডল ও তার স্বামী মৃত্যুঞ্জয় মন্ডল । শনিবার বসিরহাটের হাড়োয়ায় হাজি নুরুল ইসলামের আয়োজিত সভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন ” তৃণমূলের MLA থাকবেন কিন্তু মিটিংয়ে আসবেন না তা চলবে না ! যতক্ষন না পায়ে ধরে ক্ষমা চাইছেন ততক্ষন আমরা আপনাকে MLA বলে মানি না মানবোও না। ওর সঙ্গে আমার কোনো সম্পৰ্ক নেই। ওর মতো লোক আমাদের দলে চাই না আপনি স্বামীকে নিয়ে দলটাকে বেঁচে দেবেন,এটা আমরা কিছুতেই মেনে নেবো না। এটা আমরা কিছুতেই হতে দেব না ।

এই ঘটনার পর দু জনেই ভোটার প্রচার পর্ব থেকে সরে গিয়েছিলেন । সোমবার আবারও তাঁদের ডেকে পাঠানো হয় অভিষেকের ক্যামাক স্ট্রিটের দফতরে। স্থানীয় সূত্রের খবর, তাঁদের উভয়কেই ভোট প্রচারে নামতে নির্দেশ দেন তিনি। তিনি জানান, কোনো সমস্যা হলে বিষয়টি নিজে দেখবেন । জানা যায় , সব দ্বন্দ ভুলে ভোট প্রচারও তৃণমূল প্রার্থীর সমর্থনে নেমেছেন তারা। কাঁধে কাঁধ মিলিয়ে চলার আশ্বাস দিয়েছেন তৃণমূলের বিঁধায়ক তথা MLA উষা রানী মন্ডল ও তাঁর স্বামী মৃত্যুঞ্জয় মন্ডল ।