চোপড়া:

JCB কোর্টে বেল হচ্ছে না কেন এই সন্দেহে মঙ্গলবার সন্ধ্যায় এলাকার এক কংগ্রেস কর্মীর ভাইপো কে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল চোপড়ার ভাইরাল ভিডিও কান্ডের অভিযুক্ত JCB এর পরিবারের লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার লক্ষ্মীপুর বাজার এলাকায়।

আজ সকাল থেকে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ পরিবারের সদস্যদের।

জানা গিয়েছে চোপড়া থানার ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা কংগ্রেস কর্মী মহম্মদ হাসান। JCB পরিবারের সন্দেহ এই কংগ্রেস কর্মীর কারণে JCB কোর্টে বেল হচ্ছে না। এই সন্দেহে কংগ্রেস কর্মীর ভাইপো মকসুদ আলম লক্ষ্মীপুরে বাজার করতে গিয়েছিল। সে সময় কংগ্রেস কর্মীর ভাইপো দেখতে পেয়ে JCB পরিবারের লোকজন তাকে আটকে লোহার রড, কাঠের বাটাম দিয়ে বেধড়ক মারধর করে। এই ঘটনায় গুরুতর জখম হয় কংগ্রেস কর্মীর ভাইপো মকসুদ আলম।

তাকে গুরুতর জখম অবস্থায় প্রথমে চোপড়ার দোলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে জখমের অবস্থা আশঙ্কাজনক থাকায় ইসলামপুর মহকুমা হাসপাতালে রেফার করে দেয় কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ইসলামপুর মহকুমা চিকিৎসাধীন রয়েছে কংগ্রেস কর্মীর ভাইপো।

অন্যদিকে JCB ভাই সহ মোট চার জনের নামে চোপড়া থানায় লিখিত অভিযোগ করেছে আক্রান্তের পরিবার। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।