Aabtak Khabar, 3 June: খরদা ও কামারহাটি থানা যৌথভাবে অভিযান চালিয়ে পানিহাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কুখ্যাত দুষ্কৃতী নঈম আলী ওরফে নেপালির বাড়ি থেকে দেশি এবং বিদেশি আগ্নেয়অস্ত্র সহ প্রচুর পরিমাণ কার্তুজ এবং গুলি উদ্ধার করেন। খড়দা থানার পুলিশ নঈম আলীকে ওরফে নেপালিকে গ্রেপ্তার করে 25(1-AA)25(1-B)(a)& arms act ধারায় মামলা রুজু করে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

খড়দহ ও কামারহাটি থানার যৌথ উদ্যোগে গোপন অভিযান চালিয়ে উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ প্রচুর কার্তুজ,অভিযুক্ত দুস্কৃতি নেপালি পলাতক,তার খোঁজে তল্লাশি বিভিন্ন জায়গায় খড়দহ থানা ও কামারহাটি থানা যৌথভাবে অভিযান চালালো পানিহাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে।

সেই এলাকায় বসবাসকারী কুখ্যাত দুষ্কৃতি নয়িম আলি ওরফে নেপালির বাড়িতে দুই থানার আধিকারিকরা গোপনে অভিযান চালায়।।অভিযান চালিয়ে নেপালীর বাড়ি থেকে উদ্ধার হয় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র সহ প্রচুর পরিমাণে কার্তুজ ও গুলি।।অভিযুক্ত দুষ্কৃতী নেপালি পানিহাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দের ঘনিষ্ঠ বলে সুত্র মারফত খবর।ঘটনার পর থেকে নেপালি পালিয়ে গেলেও পরে পুলিশের হাতে গ্রেপ্তার হয়।নেপালির বাড়িতে কোথা থেকে এলেও এত অস্ত্রশস্ত্র ও গুলি।।এই নিয়ে যথেষ্ট চিন্তায় তদন্তকারী আধিকারিকেরা।

এ বিষয়ে ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন এই নঈম আলী সিপিএম জামনা থেকে অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত পরবর্তী কালে তৃণমূলের এক নম্বর লোক হয়ে এই কারবার চালিয়ে যাচ্ছে। পুলিশ এতদিন পরে কেন সেটা নিয়ে প্রশ্ন তোলেন তার পাশাপাশি এই বাংলাকে এক্সটেন্ডেড বাংলাদেশ করার চক্রান্ত চলছে তৃণমূলের