অবতক খবর,১০ জুন: অভিনেতা তথা গেরুয়া প্রার্থী হিরণকে মুক্তির আভাস কলকাতা
হাই কোর্টের স্বস্তির নিঃশাস নোটিজনের।

ইতি মধ্যেই সম্প্রচারিত ভিন্ন ঘটনায় জড়িয়েছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় তবে অভিনেতা শুধু
একটা পরিচয়ে থেমে থাকেননি তিনি ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসাবে নিজের পরিচয় গঠন করেছিলেন।
যদিও বা তাকে পড়তে হয়েছে বিভিন্ন বিপাকের মুখে কখনও রাতবে রাতে পুলিশের হানা আবার কখনও বা শাসকদল ।
তবে এই সব ঘটনার প্রভাব তেমন না ছুয়ে গেলেও সম্প্রতি একটি ঘটনায় বিশেষ সমাচার ফেলেছে নেট দুনিয়ায় ।

গত গত ১৮ মে ঘাটাল তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট দিলীপ মাজীর অভিযোগের ভিত্তিতে ঘাটাল থানায় একটি এফআইআর দায়ের করা হয়।
সেখানে হিরণ সহ আরও দুজনের নাম অভিযুক্তের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় ।

অভিযোগ , তথা অভিনেতা দেবের একটি ভুয়ো অডিয়ো তৈরি করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।ভোটের আগেই এমন একটি ঘটনা
তৃণমূল প্রার্থীর মনকে বিচলিত করেছে । ওই অডিয়োতে স্পর্শকাতর বিষয় ছিল বলে পুলিশকে জানিয়েছিলেন অভিযোগকারী। অডিয়োতে দেবের কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার আরও অভিযোগ ছিল, দেবের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদী’, ‘খুনি’, ‘রক্তমাখা হাত’, ‘আতঙ্কবাদী’ ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়েছে।আর এই এফআইআরকে চ্যালেঞ্জ করে হিরণ যান আদালতে । শুক্রবার বিচারপতি সিংহের বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। এফআইআরে আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে আদালত। ১৭ জুন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছেন বিচারপতি।
সূত্রের খবর ,এই বার্তায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন নেট দুনিয়ার তার ভক্তরা ।