অবতক খবর,২৬ জুলাই,নববারাকপুর :নিউব্যারাকপুর থানার অন্তর্গত নব কামারগাথি কলোনি এলাকার ঘটনা। মোটা টাকা সুদ দেবে,সাথে সাথে কারোর বাড়ি করে দেবে,কারোর গহনা করে দেবে,এমন প্রলোভন দেখিয়ে দিনের পর দিন এলাকার গরীব মহিলাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছে আরতি রায় ও বিনয় রায় নামে এক প্রতারক দম্পতি।
অভিযোগ এলাকার প্রায় ৪০০ মহিলার কাছ থেকে টাকা তুলেছে,সেই টাকার অংক প্রায় ৪ কোটি টাকা।তারপরেই চম্পট দেয় ওই প্রতারক পরিবার।প্রতারণা শিখার হওয়া এলাকার শত শত মহিলার একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করে এইদিন।ওই প্রতারক পরিবারের বাড়িও ভাঙচুর করে বলে অভিযোগ। ঘটনাস্থলে নিউব্যারাকপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে এই টাকা কি ভাবে উদ্ধার হবে তার কোন সুরাহা এখনো মেলেনি প্রতারণা র শিকার হওয়া মহিলাদের।অনেকেই লোন করে,নিজের সোনার গহনা বন্ধক দিয়ে ৩,৪,৫ লাখ টাকা দিয়ে ওই প্রতারক পরিবার কে।আশা করেছিলো তাদের জীবন্ব ভালো দিন আসতে চলেছে,আর পরিনতি যে এইভাবে হবে কেউ বুঝতে পারিনি। সর্বস্ব খুইয়ে এখন পথে বসেছে এলাকার প্রায় সকল মহিলারা।তাদের এখন মৃত্যুর পথ বেছে নেওয়া ছাড়া আর কোন উপায় নেই।
অভিযোগ ৪০০ জনের কাছে থেকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন টাকা নিয়ে গেছে ওই পরিবার।কয়েক দফা সেই টাকার জন্য সুদও পেয়েছেন অনেকেই,আর সেখানেই লোভ বেড়েছে ক্রমশ। এইভাবে ওই প্রতারকদের ফাঁদে পা দিয়েছেন একের পর এক পরিবার।এলাকা সকল মহিলারা একত্রিত হয়ে বিক্ষোভ দেখালেও টাকা উদ্ধার কিভাবে হবে তার কোন দিক কেউ খুঁজে পাচ্ছে না।
নিউব্যারাকপুর থানায় অভিযোগ জানানো হয়েছে,থানার তরফ থেকে বিষয়টি দেখছে বলে আশ্বাস দিয়েছে।একাধিক প্রতারণা শিকার হওয়া মহিলাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নিউব্যারাকপুর থানার পুলিশ।তবে এই মুহুর্তে ওই রায় পরিবার পলাতক, তাদের কোন খোঁজ পাওয়া যায়নি।তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।।