অবতক খবর,১১ সেপ্টেম্বরঃ অভিনব কায়দায় রুপো পাচারের চেষ্টা সীমান্তে। সাইকেলের রডের মধ্যে ভারত থেকে বাংলাদেশে রুপ পাচারের চেষ্টা রুখলো বিএসএফ। বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেক পোস্টের ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ওই দুই পাচারকারীকে আটক করে। তাদের আটক করে তল্লাশি চালাতেই সাইকেলের রডের মধ্যে থেকে উদ্ধার হয় প্রায় সাড়ে ১৩ কিলো রুপোর গয়না। যার বাজার মূল্য প্রায় ৮ লক্ষ টাকা। ধৃত ২ পাচারকারীর নাম ঝন্টু গাজী ও নাজিম হোসেন সরদার। দু’জনেরই বাড়ি স্বরূপনগরের হাকিমপুর উত্তরপাড়ায়। বিএসএফের প্রাথমিক অনুমান রূপো গুলি ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। ধৃত দুই পাচারকারীর কাছ থেকে একটি সাইকেল ও একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে। ২ পাচারকারী সহ বাজেয়াপ্ত সামগ্রী তেঁতুলিয়া শুল্ক দপ্তরে হস্তান্তর করা হয়েছে।