অবতক খবর,৭ ফেব্রুয়ারী : অভিনব কায়দায় গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লো সন্তোষ বর্মন নামে এক ব্যক্তি । চার চাকা গাড়ির বিভিন্ন অংশের মধ্যে ঢুকিয়ে গাঁজা পাচারের সময় নাকা চেকিং এ ধরা পরলো।
আপনাদের জানিয়ে রাখি নাকা চেকিং থেকে বিপুল পরিমাণে গাজা উদ্ধার করলো নবগ্রাম থানার পুলিশ।
নবগ্রামের শিবপুর মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কে উত্তরবঙ্গের দিক থেকে আসা একটি সন্দেহজনক ছোট চার চাকার গাড়ি নাকা চেকিং এর সময় দাঁড় করিয়ে তল্লাশি চালায় পুলিশ। আর তাতে থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে গাঁজা,পুলিশ সূত্রে খবর উদ্ধার হয়েছে প্রায় ৩৬ কেজি ৯ শো গ্রাম গাঁজা, ইতিমধ্যেই উদ্ধার হওয়া গাঁজা বায়েযাপ্ত করেছে পুলিশ।
সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালককে। তার নাম সন্তোষ বর্মন। বাড়ি জলপায়গুড়ি জেলায়। এর পেছনে আর কারা কারা জড়িত রয়েছে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
নাকা চেকিং এ উপস্থিত ছিলেন লালবাগ Sdpo,ci নবগ্রাম থানার ওসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ।