অবতক খবর,১২ সেপ্টেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃঅবৈধভাবে চোরাই লোহার যন্ত্রাংশ মজুত ও চোরাই গাড়ি বিক্রি করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত আনিচ মল্লিক ভাগড়া গ্রামের বাসিন্দা। অপর দুইজন ফুলচাঁদ শেখ ও কচিবুল শেখ এদের বাড়ি বামুনপাড়া পঞ্চায়েতের মোজাহার নগর গ্রামে। পুলিশ জানায় ভাগরা গ্রামের এলাকায় আনিচ শেখের বাড়ির সামনে একটি জাগায় গতকাল সোমবার সন্ধ্যায় চোরাই গাড়ি নিয়ে এসে কাটাই করে বিক্রি করার কাজ চলছিল। মন্তেশ্বর থানার পুলিশ গোপন সূত্রে সেটা খবর পায়। গতকাল সোমবার সন্ধ্যায় মন্তেশ্বর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই জায়গায় হানাদিয়ে দেখে চোরাই গাড়ি কাটাই করে বিক্রি ও চোরাই লোহা বেচাকেনার কাজ চলছে। পুলিশ আরো জানতে পারে এই কাজ এখানে অনেক দিন ধরেই চলছে। সেখানে হানা দিয়ে মন্তেশ্বর থানার পুলিশ কাগজ বিহীন চারটি ট্রাক্টর ও ভাঙাচোরা লোহা ভর্তি একটি ছয় চাকা ট্রাক আটক করে।
গাড়িগুলির ওই লোহার সঠিক কাগজপত্র দেখাতে না পারায় সেগুলিকে বাজেয়াপ্ত করে মন্তেশ্বর থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আনিচ মল্লিক , ফুল চাঁদ শেখ, ও কচিবুল শেখকে এরা সকলে চোরাই কারবারে যুক্ত।ধৃত তিন জনকে আজ মঙ্গলবার কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।