অবতক খবর,১৩ ডিসেম্বর:অবৈধ ভাবে লরি করে বালি পাচার করার সময় একটি বালি বোঝাই লরি সহ এক লরি চালককে গ্রেফতার করেছে রায়না থানার পুলিশ, রায়নার বাঁধগাছা এলাকা থেকে।

পুলিশ জানিয়েছে ধৃত লরি চালক কে শুক্রবার বেলা ১১টা নাগাদ রায়না থানা থেকে বর্ধমান আদালতে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর পাশাপাশি লরি টিকে আটক করে থানায় রাখা হয়েছে।

পুলিশ জানায়, এদিন ধৃত লরি চালকের নাম পিন্টু কুমার সিং, বিহারের বাসিন্দা বলে জানায়।
গতকাল রাতে রায়নার বাঁধ গাছা এলাকা ন্যাকা চেকিং করার সময় জামালপুর এর দিক থেকে আসা লরিতে বালি বোঝাই করে পাচার করার সময় চালান দেখাতে বলায় চালক চালান দেখাতে পারেনি। অবৈধ ভাবে বালি পাচার করার সময় ন্যাকাচেকিং এর সময় ধরা পড়ে বলে পুলিশ জানিয়েছি। এদিন ধৃতকে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পাঠিয়েছে রায়না থানার পুলিশ।