অবতক খবর,২০ ডিসেম্বর: কল্যাণী পুলিশ জুয়ার বিরুদ্ধে অভিযান চালালো।
অবৈধ জুয়া রোধ করার অব্যাহত প্রচেষ্টায় চালাচ্ছে কল্যাণী থানার অফিসার এবং বাহিনী। কল্যাণীর থানার অধীনে মুরাতিপুরের একটি আমবাগানে অভিযান চালিয়ে অবৈধ জুয়ায় জড়িত 5 জনকে গ্রেপ্তার করেছে। অভিযানের সময় পুলিশ 5750/- টাকা বোর্ডের টাকাও উদ্ধার করেছে।