অবতক খবর,২৯ জানুয়ারি: আবারও বিপুল পরিমাণ কয়লা উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ। পাচারের আগেই অবৈধ কয়লা উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ। দুবরাজপুর থানা এলাকার রসুলপুর ও দোবান্দা এলাকা থেকে ১০ টি অবৈধ কয়লা বোঝাই মোটরবাইক আটক করে পুলিশ।
উদ্ধার করা হয় প্রায় ৫০ কুইন্টাল কয়লা। পুলিশ সূত্রে খবর, অবৈধ কয়লা বোঝাই মোটরবাইক গুলো খয়রাশোল থানা এলাকা থেকে দুবরাজপুর থানা এলাকার কয়েকটি গ্রামের মেঠো পথ দিয়ে অন্যত্র পাচার করছিল। তাই গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ এই কয়লা বোঝাই মোটরবাইক গুলোকে আটক করে। তবে কয়লা পাচারকারীরা পুলিশকে দেখে চম্পট দেয়।