অবতক খবর,২৩ জানুয়ারি,মালদা:- অবৈধ কাফসিরাপ ও আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের পেশ করা হলো মালদা জেলা আদালতে। তাদের নাম বরুর মন্ডল বাড়ি উমাকান্ত টোলার জানুটোলা এলাকায় ও মিঠুন শেখ বাড়ি দক্ষিণ কদমতলা।
দুজনেরই বাড়ি কালিয়াচক থানা এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১০০ বোতল ফেনসিডিল কাফসিরাপ একটি সেভেন এমএম পিস্তুল, দুটি কার্তুজ, একটি ম্যাগাজিন ও একটি ফায়ার হওয়া কার্তুজের খোল। তাদেরকে গোলাপগঞ্জের সাহিলাপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের দশ দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ।