অবসাদ ও আত্মহত্যা নিয়ে মধ্যবিত্তিয় ব্যাপক সোরগোল সম্প্রতি বাজারে। অভিনেতা সুশান্ত সিং রাজপুত-এর আত্মহত্যার পর এ ঘটনা ঘটেছে।

অবসাদের আত্মহত্যা
তমাল সাহা

যে পাখি আকাশে উড়াল দেয়
দূর দূরান্তে ছুটে যায়, খুঁটে খায়
তার কি অবসাদ আছে
সে কি আত্মহত্যা করে?

অরণ্যজীবী চতুষ্পদী
তার বিচরণ কতদূর
তার কি মনন নেই
তার কি হতাশা বিষাদ নেই
সে কি আত্মহত্যা করে?

জীবনের বাস্তবতা তারা জানে
বেঁচে থাকার ইচ্ছে জাগরুক থাকে।
তাদের প্রতিনিয়ত সংগ্রাম
দুহাতে হটিয়ে দেয় অবসাদ।

মানুষের মতো
তাদের আশ্চর্য অদ্ভুত যাপিত জীবন নেই,
নেই রহস্যময় প্রতিযোগিতা।

জাগতিক ঐশ্বর্য,প্রকৃতিজ সম্ভারে অনুভব খুঁজে পায় তারা
প্রেমে সংগ্রামে তাদের জীবনসত্ত্বা।

কোথায় আত্মহত্যা?

অবসাদের আত্মহত্যা আছে
আত্মহত্যার অবসাদ নেই।