অবতক খবর,১ মার্চ,মালদা: অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতেই দিন-দুপুরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার ঘটনাটি ঘটেছে মানিকচক থানার মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের কাঁকরিবাধা এলাকায় । দুষ্কৃতীরা নগদ কয়েক হাজার টাকা সোনার অলংকার এবং ঘরোয়া সামগ্রী নিয়ে পালিয়েছে বলে অভিযোগ ওই অবসরপ্রাপ্ত প্রাক্তন শিক্ষক হিরাপদ মন্ডলের। পুরো বিষয়টি নিয়ে পুলিশকে অভিযোগ জানিয়েছেন ওই শিক্ষকের পরিবার।
পুলিশকে অভিযোগে অবসরপ্রাপ্ত শিক্ষক হিরাপদ মন্ডল জানিয়েছেন, এদিন তিনি মালদা শহরে এসেছিলেন বিশেষ কাজের জন্য । বাড়িতেও কেউ ছিল না। দুপুরে বাড়ি ফিরে দেখেন দরজার একটা অংশ ভাঙ্গা রয়েছে। ঘরের জিনিসপত্র ওলোট-পালোট অবস্থায় পড়ে রয়েছে। তারপরে চুরির বিষয়টি সামনে আছে। নগদ কয়েক হাজার টাকা এবং কয়েক ভরি সোনার অলংকার সহ ঘরের বেশ কিছু আসবাবপত্র চুরি করেছে দুষ্কৃতীরা। এদিন দুপুরে এমন চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কাঁকরিবাধা এলাকায়।
বাইট – অবসরপ্রাপ্ত প্রাক্তন শিক্ষক হিরাপদ মন্ডল