অবতক খবর,১৭ ডিসেম্বর,মালদা:- অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে গ্রামবাসীদের।মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এর উদ্যোগে মালদা জেলা পরিষদের অর্থানুকূল্যে প্রায় ৯ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে কালিয়াচক-১ অঞ্চলের কাঁঠালবাড়ী গ্রামে হাই ড্রেনের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের বন ও ভূমি কর্মধ্যক্ষ আব্দুর রহমান সহ এলাকার জনপ্রতিনিধিরা।
মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন মানুষের দীর্ঘদিনের দাবি ছিল তাই মুখ্যমন্ত্রীর উদ্যোগে আজ তার শুভ উদ্বোধন করা হলো। এই ড্রেন হওয়াতে এলাকা বাসীদের অনেক সুবিধা হবে বৃষ্টি পড়লেই জল জমে যেত কাজেই রাস্তা দিয়ে চলাচল করা যেত না তাই এই ড্রেনের দাবি ছিল এলাকাবাসীদের আজ তার উদ্বোধন করা হলো।